Posts

https://www.purusattom.com/

পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অনুশ্রুতি গ্রন্থের বাণী "বিবাহ"

 সকল ইষ্টপ্রাণ ভাই-বোন দাদা-দিদিদের আমার রা-নন্দিত জয়গুরু। সকলের জন্য একটি সুন্দর মনের ভাবনা পরো তার রাত ফুলরণ-- শ্রী শ্রী ঠাকুরের কথা প্রসঙ্গ ও বাণী রশির আমারা আমাদের জীবনের পথ খুঁজে পাওয়া। " বিবাহ " সম্বন্ধে কিছু বাণী নিম্নলিপ্ত । বিষয়: *বিবাহ* ইষ্ট-স্বার্থপ্রতিষ্ঠা যা'র পরিধানে, তা'রই বিয়ে সার্থক হয় জাতির দুলে'।১। বিয়ে-ব্যাপারে সবার আগে বর্ণের হিসেব করিস, তা'র সাথেই বংশধর বেশ খতিয়ে খবর; জাতির শ্রদ্ধা হ'লেই স্বাস্থ্য জানা তা'র, তা'র সাথে বজিয়ে নিবি স্বভাব-অভ্যাস-ব্যবহার; এ-সব সূত্র সুসঙ্গতি পরিবেশই যদি যায়, বিদ্যা জ্ঞানস নজর কারে কর্ম্মের লক্ষ্য তা'য়; পারম্পার্য্যে এইগুলি সব নিজের জন্য প্রায়ই খবর ঠকবি না আপনার মরবি না বিষিয়ে।২। ...

শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সংক্ষিপ্ত দিব্য জীবনী ।শুভ ভাদ্র মাসের শ্রদ্ধার্ঘ্য

                * শুভ ভাদ্র মাসের শ্রদ্ধার্ঘ্য * শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সংক্ষিপ্ত দিব্য জীবনী ।। ****************************                             (১ম পর্ব)                      ভগবানের আবির্ভাব নারী ও পুরুষ উভয়ের সংঘাতে যখন উভয়ে নিজ-নিজ বৈশিষ্ট্যে উদ্দাম ও অবাধ হয়, উভয়ের উভয়ের প্রতি আকর্ষণ যেখানে উভয়কে মূঢ় করিয়া না তুলিয়া উদ্বুদ্ধ হইয়া আদর্শে আপ্রাণ হইয়া ওঠে---তেমনতর প্রকৃতি ও পুরুষেই ভগবান মূর্ত্ত হইয়া আবির্ভূত হন, আর, জীব ও জগৎকে সংবৃদ্ধির পথে আকর্ষণ করিয়া অমৃতকে পরিবেশন করেন ! ১৮৪। (চলার সাথী)  যে প্রকৃতি ও পুরুষকে অবলম্বন করে বর্তমান পুরুষোত্তম ভগবান শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র আবির্ভূত হয়েছিলেন, এই ধরাধামে---সেই লীলা-কাহিনী বর্ণনা করার মত সাধ্য এবং সাধনা আমার নেই। তথাপি অপটু লেখনীতে বিধৃত করার চেষ্টা করলাম। লেখনীর ত্রুটি-বিচ্যুতি ধরিয়ে দিলে সহৃদয় পাঠকদের কাছে চিরঋণী থাকব।   * ...