পূজনীয় আচার্য শ্রী শ্রী বাবাই দা'র ছবির সংগ্রহ ।। আদর্শ মানুষের পরিচিতি। সন্তানের সু-সন্তান, সন্তানের সু-পিতা, সু-মাতা, স্বামীর সু-স্ত্রী, স্ত্রী সু-স্বামী, সমাজের সুবন্ধু এবং রাষ্ট্রের সু-নাগরিক একটা মানুষ যদি পরিচিতি লাভ করতে পারে তাহলে তাকে একজন আদর্শ মানুষ বলা যেতে পারে। এই আদর্শ মানুষ যতটা জন্মাবে তার নামক সবুজ নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখা হবে। আমাদের ঈপিত আদর্শ একজন ব্যক্তিকে আদর্শের জন্য প্রয়োজন, আবার সেই ব্যক্তির একজন আদর্শ হতে হবে তারপিতা পরমপিতার আদর্শ অনুযায়ী উপযুক্ত একজন জায়া-র (অর্থাৎ যার মাধ্যমে পুত্র সন্তান জন্মাবেন)। আর তারজন্য প্রয়োজন যুগ পুরুষোত্তমের নিয়ম বৈধ ও সুপ্রজন সংস্কারে গুরুত্ব দেওয়া। যেমন গুরুত্ব দেওয়া হয় একটা আদর্শ পেডিগ্রীড ফুটবল তৈরির জন্য! সেই গুরুত্ব টা ধরে পালন করার জন্য পিতৃপক্ষ পালন করতে হবে। তাই, সব ছেলের পরমপিতা শ্রীশ্রীঠাকুর তৈরি চন্দ্র বললেন, ''.....পরমপিতা বিশ্বধাতা, আর, আমরা হলাম আমাদের স্ব-ভাগ্যবিধাতা। স্রেষ্টার বেটা সেও এক স্বতন্ত্র স্তান। যার মতো চায়, সেচ্যুত করার ব্যবস্থা হয়।' পুজানিয়া আচার্য দেব বাবাই দা পরমপিতা হ...