আজ থেকে বাংলার ১৩৭৫ সাল / ইংরেজি 1969 আগের ঘটনা । পূজ্যপাদ শ্রীশ্রীবড়দা শ্রীশ্রীঠাকুর ও শ্রীশ্রীবড়মাকে নিজে হাডসন গাড়িতে চাপিয়ে মাণিকপুরে আসেনতেন । তারপরও শ্রীশ্রীঠাকুর মাণিকপুরের এই নির্জন জায়গায় অনেকবার এসেছেন। এখানে বসে শ্রীশ্রীঠাকুর সামনের সড়ক দিয়ে যানবাহন চলাচল দেখতেন। কখনও দেখতেন ট্রেন চলছে যাত্রী নিয়ে আপনগতিতে,নিজস্ব ছন্দে।মোগলসরাই প্যাসেঞ্জার ট্রেন স্টেশনে থামে.. সকলকে নিয়ে গন্তব্যে পৌঁছে দেয়...তাই এই ট্রেন শ্রীশ্রীঠাকুরের বড় পছন্দের। অপলক দৃষ্টিতে ওই ট্রেনটির দিকে তাকিয়ে থাকতেন তিনি। ১৯৬৯ সালের জানুয়ারি মাসের প্রথম দিকে শ্রীশ্রীঠাকুরের কন্যা পূজনীয়া সান্ত্বনা দেবী দেওঘর এসেছেন। শ্রী শ্রী ঠাকুর বড়মা ও শ্রী শ্রী ঠাকুরের জৈষ্ঠ কন্যা সান্তনা মৈত্র কে সঙ্গে নিয়ে মানিকপুর এ যান।ঠাকুরের জৈষ্ঠ কন্যা সান্তনা মৌত্রের ওই মানিকপুর খুব ভালো লাগে।তিনি শ্রী শ্রী ঠাকুর কে একদিন ওখানে উৎসব খাওয়ার জন্য বললেন। ঠাকুর ও বড়মা দুজনেই রাজী হলেন। ...