শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র বর্ণিত অনুশ্রুতি' গ্রন্থের প্রথম খন্ডের বাণী "বিবাহ" আজকের অংশবিশেষ শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র বর্ণিত 'অনুশ্রুতি' গ্রন্থের প্রথম খন্ড থেকে নেওয়া। বিষয় : *বিবাহ* ইষ্ট-স্বার্থপ্রতিষ্ঠা যা'র পরিণয়ের মূলে, তা'রই বিয়ে সার্থক হয় বংশ ওঠে দুলে'।১। বিয়ে-ব্যাপারে সবার আগে বর্ণের হিসেব করিস, তা'র সাথেতেই বংশটিকে বেশ খতিয়ে দেখিস; বংশ দেখে শ্রদ্ধা হ'লেই স্বাস্থ্য দেখিস কেমন তা'র, তা'র সাথে তুই বাজিয়ে নিবি স্বভাব-অভ্যাস-ব্যবহার; এ-সবগুলির সুসঙ্গতি মিলেই যদি যায়, বিদ্যা দেখিস নজর ক'রে কর্ম্মের ওজন তা'য়; পারম্পৰ্য্যে এইগুলি সব মিলিয়ে দিলে বিয়ে, প্রায়ই দেখিস ঠকবি না তুই মরবি না বিষিয়ে।২। সবাইকে জয়গুরু। যে-পুরুষে করলে বিয়ে শ্রেষ্ঠ পানে ধাও, হৃদয় খুলে যা'র কাছেতে ...