https://www.purusattom.com/

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র ৯ইজানুয়ারি বনভোজ উৎসবের উদযাপিত কি করে হলো।

 আজ থেকে বাংলার ১৩৭৫ সাল / ইংরেজি 1969 আগের ঘটনা ।

  পূজ্যপাদ শ্রীশ্রীবড়দা শ্রীশ্রীঠাকুর ও শ্রীশ্রীবড়মাকে নিজে হাডসন গাড়িতে চাপিয়ে  মাণিকপুরে আসেনতেন । তারপরও শ্রীশ্রীঠাকুর মাণিকপুরের এই ‌নির্জন জায়গায় অনেকবার এসেছেন। এখানে বসে শ্রীশ্রীঠাকুর সামনের সড়ক দিয়ে যানবাহন চলাচল দেখতেন। কখনও দেখতেন ট্রেন চলছে যাত্রী নিয়ে আপনগতিতে,নিজস্ব ছন্দে।মোগলসরাই প্যাসেঞ্জার ট্রেন স্টেশনে থামে.. সকলকে নিয়ে গন্তব্যে পৌঁছে দেয়...তাই এই ট্রেন শ্রীশ্রীঠাকুরের বড় পছন্দের। অপলক দৃষ্টিতে ওই ট্রেনটির দিকে তাকিয়ে থাকতেন তিনি।

  ১৯৬৯ সালের জানুয়ারি মাসের প্রথম দিকে শ্রীশ্রীঠাকুরের কন্যা পূজনীয়া সান্ত্বনা দেবী দেওঘর এসেছেন। শ্রী শ্রী ঠাকুর বড়মা ও শ্রী শ্রী ঠাকুরের জৈষ্ঠ কন্যা সান্তনা মৈত্র কে সঙ্গে নিয়ে মানিকপুর এ যান।ঠাকুরের জৈষ্ঠ কন্যা সান্তনা মৌত্রের ওই মানিকপুর খুব ভালো লাগে।তিনি শ্রী শ্রী ঠাকুর কে একদিন ওখানে উৎসব খাওয়ার জন্য বললেন। ঠাকুর ও বড়মা দুজনেই রাজী হলেন।                                                           

সেদিন ছিল 9 জানুয়ারি।

  তাঁর বনভোজন করার ইচ্ছা হলো।এই ইচ্ছা কার্যকর করতে শ্রীশ্রীঠাকুর পূজ্যপাদ বড়দাকে বললেন-" এখানে রান্না করে খেলে হয়।" শ্রীশ্রীবড়দা তৎক্ষনাৎ ব্যবস্থা গ্রহণে তৎপর হলেন। বনভোজনের দিন স্থির হল বৃহস্পতিবার, ৯ই জানুয়ারী,১৯৬৯।
   শ্রী শ্রী ঠাকুরের কথা মত শ্রীশ্রীবড়দা আর রাঙ্গা বৌদি তত্ত্বাবধানে সব আয়োজন করা হলো।                 
      মাণিকপুরের মাঠে সবচেয়ে উঁচু জায়গাতে দুটি খোলা তাঁবু টাঙানো হয়-একটিতে পরমদয়াল শ্রীশ্রীঠাকুর, অপরটিতে জগজ্জননী শ্রীশ্রীবড়মা। মাঠের খোলা প্রান্ত দিয়ে দেখা যাচ্ছে ডিগরিয়া পাহাড়। পাহাড়ের গা ভর্তি রকমারি গাছ। সেদিন আশ্রমের বহু মানুষ এবং বহিরাগত দর্শনার্থীরাও বনভোজনে এসেছেন।আপন আনন্দে যে যার মত চলেছেন পাহাড়ের দিকে বনকুল,করমচা ইত্যাদি মনের আনন্দে সংগ্রহ করতে। শ্রীশ্রীঠাকুর চেয়ে চেয়ে দেখছেন।শ্রীশ্রীবড়দা রান্নার কাজকর্ম তদারকি করছেন, আবার শ্রীশ্রীঠাকুরের খবর রাখছেন, সবদিকে তাঁর সুতীক্ষ্ণ দৃষ্টি।
         শ্রীশ্রীঠাকুর সেদিন বেশকিছু সময় মাণিকপুরের মাঠে অবস্থান করে শারীরিক অসুস্থতা জন্য আশ্রমে ফিরে যান। শ্রীশ্রীবড়মা ও পূজ্যপাদ বড়দা ভোগের সামগ্রী মানিকপুর থেকে নিয়ে গিয়ে সেদিন শ্রীশ্রীঠাকুরের ভোগ দেন। শ্রীশ্রীঠাকুরের ভোগের পর শ্রীশ্রীবড়মা আবার মাণিকপুরে এসেছিলেন।
       ১৯৭০ সালে মাণিকপুরে‌ শ্রীশ্রীঠাকুরের লীলাস্থল নির্মান কাজ শুরু হয়।১৯৭৬ সালের ৯ই জানুয়ারী, বনভোজনের দিন যুগলমন্দিরে শ্রীশ্রীঠাকুর ও জগজ্জননী শ্রীশ্রীবড়মার শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা হয়। ওইদিন থেকে পরমদয়াল শ্রীশ্রীঠাকুর ও জগজ্জননী শ্রীশ্রীবড়মার নিত্যভোগ নিবেদন করা হচ্ছে।আর প্রতিবছর ৯ই জানুয়ারী, বনভোজন উৎসব মহাসমারোহে উদযাপিত হয়ে চলেছে।
   পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরের  ৯ই জানুয়ারিতে বনভোজ উৎসবের উদযাপিত শুরু এই ভাবে হয়েছিল।

                         🙏  জয় গুরু 🙏
 


   

Comments