https://www.purusattom.com/
পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অনুশ্রুতি গ্রন্থের বাণী "বিবাহ"
- Get link
- X
- Other Apps
সকল ইষ্টপ্রাণ ভাই-বোন দাদা-দিদিদের আমার রা-নন্দিত জয়গুরু।
সকলের জন্য একটি সুন্দর মনের ভাবনা পরো তার রাত ফুলরণ--
শ্রী শ্রী ঠাকুরের কথা প্রসঙ্গ ও বাণী রশির আমারা আমাদের জীবনের পথ খুঁজে পাওয়া।
" বিবাহ " সম্বন্ধে কিছু বাণী নিম্নলিপ্ত ।
বিষয়: *বিবাহ*
ইষ্ট-স্বার্থপ্রতিষ্ঠা যা'র
পরিধানে,
তা'রই বিয়ে সার্থক হয়
জাতির দুলে'।১।
বিয়ে-ব্যাপারে সবার আগে
বর্ণের হিসেব করিস,
তা'র সাথেই বংশধর
বেশ খতিয়ে খবর;
জাতির শ্রদ্ধা হ'লেই
স্বাস্থ্য জানা তা'র,
তা'র সাথে বজিয়ে নিবি
স্বভাব-অভ্যাস-ব্যবহার;
এ-সব সূত্র সুসঙ্গতি
পরিবেশই যদি যায়,
বিদ্যা জ্ঞানস নজর কারে
কর্ম্মের লক্ষ্য তা'য়;
পারম্পার্য্যে এইগুলি সব
নিজের জন্য
প্রায়ই খবর ঠকবি না আপনার
মরবি না বিষিয়ে।২।
যে-পুরুষের জন্য স্ত্রী
শ্রেষ্ঠ পানে ধাও,
হৃদয় স্বপ্ন যা'র কাছে
দীপন পাওনা,
বংশে শ্রেষ্ঠ পিতৃতুল্য
শ্রেষ্ঠতর,
সেই পুরুষের জন্য বরণ
হবে না ইতর। ৩।
ইস্তানুগ নিতি তুমি
যেথায় দেখতে,
কর্মকুশল দক্ষতা-নিপুণ
শ্রদ্ধা-ভক্তি ভাবে,
শ্রেষ্ঠ সন্তান-সমুৎসম্পন্ন
নাই ঠুনকো মান,
স্তুতিতে ভ'রে উঠবে বুক
আত্মদান। ৪।
সৎস্বভাবে পরান-পাগল
সেই তো রে তোর বর,
সব দিকে তোর শ্রেষ্ঠ হ'লে
তা'রেই বরণ কর। ৫।
সৎ পুরুষ করবে বরণ
জনক্ষম নারী যখন,
তবেই জন্মে সেই শক্তি
এই তো শাস্ত্র-নীতির কথা। ৬।
রাজস্বলা হ'লেই নারী
বর-বরনে অধিকারী। ৭।
উচ্চবর্ণে মেয়ে
তাঁ'দের নিয়ম-নীতির ধাঁজে,
বোঝাই শ্রেয় কড়া নিয়মে
আচার-বিচার কথায়-কাজে।৮।
উচ্চ বংশে মেয়ের নতি
তুখোড় ঝাঁঝাঁল হয় সন্তি।৯।
মাতৃবর্ণে যা'রি যে-থাক
সে থাকতে সহ নন্দন,
একই মহিলা পুরুষজাতি
প্রাজ্ঞ শ্রেয় পায় শিশু। ১০।
পিতৃবর্ণে যা'রি যে-থাক
সে-থাক হ'তে উচ্চপানে,
মেয়ের বিয়ে হ'লেই জানে
বাড়বে শিশু বীর্যজ্ঞানে।১১।
শ্রদ্ধা-ভক্তি আনতিতে
ন্যাস্ত ক'রে মন,
আত্মদানে করতে
তোরে রে বরণ,
সে যদি তোর ইষ্ট করে
ন্যাস্ত ক'রে মন,
নিস তা'রে সুবিধাসুঝে
ফিরাস নাকো তায়'।১২।
পূর্ব পুরুষ-সংস্কৃতি যা'
স্বল্প বিস্তৃত,
অনুরূপভাবে উত্তর
বিয়ে-সূত্র ধরে;
ঐগুলি সব ব'য়ে সুখী
এমন মেয়ে নিয়ে,
তা' খুব তুমি শব্দ
সেই তোর যোগ্য বিয়ে। ১৩।
বড় ছোট নিয়ে
স্বাভাবিক নিয়ম সিদ্ধ নয়,
যৌন-জন সার্থক যা করতে
সেই বিয়েই শ্রেষ্ঠ হয়।১৪।
গৌরব জয় উপঢৌকনে
ইষ্টস্বার্থে পুরুষ ধায়,
ধারণ, রক্ষণ, প্রেরণা, সেবা
নারী যবে তা'র পিছনে যায়,
মুর্ত্তী লক্ষ্মী সেখানে--
নারী জীবন বৃদ্ধি গায়।১৫।
গৌরব-মুখর পূরণ-গড়ন
আহরণেচ্ছু যতেক নরে,
বরণ-অর্ঘ্য বৃদ্ধি সমীক্ষে
নারী দিতে পালন বারে।১৬।
এককে নিয়ে ডুবেই শান্ত
এই তো নারীর ধাঁচ,
বহুস্ত্রীতে সম মমতা
মুখ্য পুরুষ ছাঁচ।১৭।
অটুট কঠোর আদর্শে যে
বহুবিবাহে সমর্থ সে,
পুরুষরা যখন না দেখবি তা'--
একটিরও না উপযোগিতা।১৮।
কেহ তোরে আবেগভরে
বয়েই সুখ হয়,
বওয়া-সওয়ার কষ্ট যত
সুখের ক'রে লয়,
শ্রদ্ধা-ভক্তি আনতিতে
Comments