https://www.purusattom.com/

শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বর্ণিত অনুশ্রুতি' গ্রন্থের প্রথম খন্ডের বাণী "কৃষি"

 শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বর্ণিত অনুশ্রুতি' গ্রন্থের প্রথম খন্ডের বাণী "কৃষি"

সকল ইষ্টপ্রাণ ভাই-বোন দাদা-দিদিদের আমার রা-নন্দিত জয়গুরু।

সবার জন্য একটি সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা রইলো পরমপিতার রাতুল চরণে---


আজকের অংশবিশেষ শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র বর্ণিত 'অনুশ্রুতি' গ্রন্থের প্রথম খন্ড থেকে নেওয়া।



              বিষয় : কৃষি



মালিকের কৃষি মালিকের খাজনা

       দিতেই কৃপণ চৌর্য্য-মনা।৯।



কৃষির খাজনা দিতে আপদ

       গণেই চৌর্য্য-বিশারদ।১০।



চোত-বোশাখের মাঝখানে কর

     আশুব্রীহির বপন শেষ,

খরা-ঝরা হোক না যেমন

      প্রায়ই ফসল পাবি বিশেষ।১১।



     ঝাড়ের তেজে বীজের গোঁ

          ক্ষেত বুঝে তাই বীজটি রো।১২।



   উর্ব্বরা নয় ক্ষেতটি যেথায়

      সুবীজও কি ফলবে সেথায়?১৩।



      যেমন বীজটি ফেলবি ক্ষেতে

           পাবেও তাহা অঙ্কুরেতে।১৪।



        ভালও যদি ফসল ক্ষেতের

               হয়না তফাত বীজের জাতের।১৫।



      ক্ষেতের গুণে বীজের বাড়

          যেমনি বীজ তেমনি ঝাড়।১৬।



        গজান গুণ থাকলে ক্ষেতের

            হয় তা তফাৎ বীজের জাতের।১৭।


       খাই-দাই-চলা ধানের ক্ষেত

            একখানা পাকা বাড়ী,

      এইটুকুতে দিয়ে ভর

           বর্দ্ধনে দে পাড়ি।১৮।



     জমি-জমা কৃষিভরা

          ধান্য-গোধূমশালী,

     প্রলয়েও সে নষ্ট না হয়

         যাপে স্বজন পালি'।১৯।



              🙏 জয়গুরু।🙏

     বন্দে পুরুষোত্তমম্।।




Comments