https://www.purusattom.com/

পালং পনির রেসিপি)How to cook palak paneer recipe?

 

https://www.purusattom.com/2022/12/how-to-cook-palak-paneer-recipe.html
Palak paneer recipe


পালং পনির রেসিপি /How to cook palak paneer  recipe?


পালং পনির রেসিপি রান্নার উপকরণ গুলো নীচে দেওয়া হলো ।


উপকরণ:-


 ১. পালং শাক

২. তেল

৩. জয়িত্রী

৪. দারুচিনি

৫. ছোট এলাচ

৬. লবঙ্গ

৭. স্টার অ্যানিস

৮. বড়ো এলাচ

৯. আদা

১০. কাঁচালঙ্কা

১১. টমেটো

১২. ধনেপাতা

১৩. নুন

১৪. পনির

১৫. জিরে গুঁড়ো

১৬. হলুদ গুঁড়ো

১৭. শুকনো লঙ্কা গুঁড়ো

১৮. গরম মশলা গুঁড়ো

১৯. ধনে গুঁড়ো

২০. চিনি

২১. জল

২২. কসৌরি মেথি গুঁড়ো

২৩. ফ্রেশ ক্রিম।

প্রণালী:-

    প্রথমেই ২ আঁটি পালং শাক ধুয়ে ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিতে হবে। এরপর গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ অনুযায়ী তেল গরম করে সামান্য জয়িত্রী, ১ টুকরো দারুচিনি, দুই-তিনটি ছোট এলাচ, পাঁচ-ছয়টি লবঙ্গ, একটি স্টার অ্যানিস, ১ চামচ গোটা জিরে, একটি বড়ো এলাচের দানা দিয়ে ৩০-৪০ সেকেন্ড নেড়ে নিতে হবে।

  

  এরপর সামান্য আদার টুকরো, কয়েকটি কাঁচালঙ্কা, দুটি টমেটো কুচি কড়াইয়ে দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে কড়াইয়ে পালং শাক কুচি দিয়ে ভাল করে রান্না করে নিতে হবে। এরপর পালং শাক ভাজার সময়েই যোগ করতে হবে কিছু পরিমাণ ধনেপাতা ও নুন।

   শাক নরম হয়ে এলে মিক্সার গ্রাইন্ডারে সবকিছু পেস্ট করে কড়াইয়ে আবারও তেল গরম করে ২৫০-৩০০ গ্রাম পনির ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে হালকা ভেজে তুলে নিতে হবে। এরপর ওই তেলেই দিয়ে দিতে হবে পালং শাকের পেস্ট।_

   এরপর কড়াইয়ে ২ চামচ জিরে গুঁড়ো, ১/৪ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, ১/২ চামচ গরম মশলা গুঁড়ো, ১ চামচ ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী চিনি ও নুন, সামান্য জল দিয়ে পালং শাকের পেস্টটিকে আরও কিছুক্ষন নেড়ে নিতে হবে।

  এরপর ৩-৪ মিনিট ধরে গ্রেভি ফোটাতে হবে। এরপর গ্রেভির মধ্যে আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলি দিয়ে কড়াই ৩-৪ মিনিট ঢেকে কিছুক্ষন রান্না করে নিতে হবে। ঢাকা সরিয়ে হালকা হাতে পনিরের টুকরোগুলি গ্রেভির সঙ্গে মিশিয়ে ১ চামচ ড্রাই রোস্ট করা কসৌরি মেথি গুঁড়ো ও ২ চামচ ফ্রেশ ক্রিম দিয়ে কিছুক্ষন রান্না করে নিলেই তৈরি দারুণ স্বাদের ‘পালং পনির’।  পালং পনির রেসিপিটি এভাবে বাড়িতে একবার রান্না করে খাবেন।

পালং পনির রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।   ধন্যবাদ। 

                     🙏  জয় গুরু 🙏


Comments