গীতার বাণী/গীতার উপদেশ Lord shree Krishna quotes in bangla
|
জয় শ্রী কৃষ্ণ |
কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রী কৃষ্ণ অর্জুনকে বলা বানী গুলো হলো শ্রীমদ ভাগবত গীতা। ভাগবত গীতা হলো হিন্দু ধর্মের একটি মূল্যবান গ্রন্থ। ভগবান শ্রী কৃষ্ণ গীতায় বলা বানী গুলো কলিযুগের মনুষ্যদের জীবনধারার সংগে সম্পুর্ণ ভাবে মিলে যায়।যদি আমরা ভাগবত গীতার বাণী বা উপদেশ গুলো আমাদের জীবনে অনুসরণ করি তাহলে আমাদের জীবনে সফলতা কেউ আটকাতে পারবে না।গীতায় জীবনের সমস্ত সমস্যার সমাধান বর্ণনা করা হয়েছে।
জীবনের উন্নতি জীবনকে সুনিয়ন্ত্রিত ও সুন্দর করে গড়ে তুলতে প্রতিমুহূর্তে আমাদের গীতার এই উপদেশের কথা স্মরণ করা উচিত। গীতার এই উপদেশ বা বানী গুলো কী কী, তা একবার দেখে নেওয়া যাক…
কুরুক্ষেত্রে ভগবান শ্রী কৃষ্ণ অর্জুনকে বলেছেন
১. জন্মের সময় খালি হাতেই এই সুন্দর পৃথিবীতে আগমন ঘটে সকলের। কোনও একটি নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করেই প্রতিটি মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে। সেই নির্দিষ্ট লক্ষ্যটাই জীবনে খুঁজে পাওয়া প্রথম উদ্দেশ্য।বিপুল অর্থ- সম্পত্তির প্রতি লোভ থাকা একেবারই উচিত নয়। কারণ যা আমরা সারাজীবন উপার্জন করি, তা নিজের জন্য চিরকাল স্থায়ী থাকে না।
২. জগতে যা কিছু আছে, হচ্ছে, তা সবটাই পরিবর্তনশীল। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায়,সমাজের উন্নতি হয়। আসল কথা হল, পরিবর্তনশীলতাই একমাত্র ধ্রুব সত্য। অন্যদিকে, প্রতিটি জড় ও জীবের নির্দিষ্ট জীবনচক্র থাকে। তা কোনও কিছুই স্থায়ী নয়। এটাও জীবনের মূল সত্য।
৩. পঞ্চভূত ( অগ্নি, জল, বায়ু, পৃথ্বী ও ব্যোম) নিয়েই আমাদের শরীর গঠিত। এর ক্ষয় আছে, কিন্তু শরীরের মধ্যে আত্মার কোনও ক্ষয় নেই। দেহের মৃত্যু হয়, কিন্তু অন্তরাত্মা নশ্বর , অমর। তাই আমাদের কর্মের মধ্যে দিয়েই আত্মার শান্তি মেলে।
৪. "সমুদ্র হোক বা সংসার, যে ধর্মের
নৌকা প্রস্তুতকরে সে ঠিকই পার হয়ে
যায়"।
৫."যে কেবল নিজের দুঃখকে আপন করে
জীবন কাটায় সে শক্তিহীন হয়ে
পড়ে। কিন্তু যে ব্যাক্তি সমগ্র সমাজের
দুঃখ আপন করে জীবন কাটায় সে
শক্তিশালী হয়ে ওঠে"।
৬."আমি কোন জড় বস্তু নই যে আমাকে
চাইলেই পাওয়া যাবে.!
কিন্তু যে ব্যাক্তি আমাকে তার
নিজের অধিকার বলে মনেকরেন..
আমি সয়ং নিজেকে তার অধিন বলেই
ভাবি..!!"
৭."কেউ আমার অতি আপন নয় কেউ আমার
পর নয়.কিন্তু যখন ধর্ম ও অধর্মের মাঝে যুদ্ধ
হয় তখন আমি স্বাভাবিক ভাবেই ধর্মের
পক্ষে অবস্থান করি।"
৮. "ভগোবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে
আত্মার জন্মও হয় না, মৃত্যুও হয় না।
পরিবর্তন পৃথিবীর অলঙ্ঘনীয় নিয়ম।
এক মুহুর্তে আপনি লাখের মালিক হতে পারেন এবং অন্য মুহূর্তে আপনি গরীবও
হতে পারেন।"
১০. " যা হয়েছে, ভালোর জন্য হয়েছে, যা হচ্ছে
ভালোর জন্যই হচ্ছে।
যা হবে, তাও ভালো হবে।
অতীতের জন্য অনুতপ্ত হবেন না,
ভবিষ্যতের জন্য চিন্তা করবেন না ,
বর্তমান চলছে।"
১১. "ক্রোধ থেকে প্রতিশোধের জন্ম হয় আর ধর্ম থেকে ন্যায় জন্মায়। তোমার জীবনেও যদি এমন সময় আসে, যখন তোমার উপর কোন অন্যায় হয় তবে ন্যায় করার পূর্বে নিজের ক্রোধের উপর অঙ্কুশ অবশ্যই রেখো।"
১২."যখন সংসারে দেখার মত কিছুই থাকে না, তখন মানুষ ঈশ্বর এর দিকে দৃষ্টি নিক্ষেপ করে। "
Comments