🌷 "পথ চলার সাথী " 🌷
ঈশ্বর যুগে যুগে আসেন , কখনো পাপীদের ধ্বংশ করার জন্য আবার কখনো সাধুদের রক্ষা করার জন্য । ঠাকুর এ যুগে এসেছেন আমাদের সঠিক পথে চালিত করার জন্য । আমাদের বাঁচা বাড়ার মূল মন্ত্র নিয়ে । তিনি কৃপাকরে আমাদের জীবন চলার পথ দেখিয়েছেন । তাঁর দেওয়া বিধানগুলি আমাদের মহাঅস্ত্র । তিঁনি আজ থেকে 48 বছর আগে 10 হাজার বছরের জন্য বাঁচা বাড়ার মূল পথ দেখিয়ে দিয়ে যান।"
- শ্রী শ্রী ঠাকুরের নেতৃত্বে আমরা পেয়েছি "পথের কড়ি-পথ চলার সাথী " " পথ চলার সাথী -পথের কড়ি " কে আশ্রয় করে সমস্ত বিশ্ব গ'ড়ে উঠুক বৃহত্তর মানব সংহতি।" পথের কড়ি " র সংগ্রহ কিছু বাণী -
- প্রিয় ও প্রিয়-উপভোগ তোমার যাহা-কিছু যাঁহাতে তৃপ্ত হইয়া তুষ্ট হয়। তিনিই তোমার প্রিয়, আর,যখনই এই তৃপ্তি ও তুষ্টি
প্রিয়কে তুষ্ট করিবার উদ্যমে বিভোর হইয়া তাহাকে পাওয়ার পথের বিপদগুলিকে আলিঙ্গন করিয়া
কৌশল জয় ও অতিক্রম করতঃ সন্পদ বিন্যস্ত করিয়া
প্রিয়কে প্রতিষ্ঠীই করে - তাহাই প্রকৃত প্রিয় উপভোগ; আবার , সেই জয়োদীপ্ত সর্ব্বাঙ্গীন মন লইয়া
তাঁহাকে সন্দীপ্তসহকারে আলিঙ্গিনই হ'চ্ছে
প্রকৃত মিলন ।১।।
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿 ভলবাসার রূপ অভ্যস্ত চাহিদা বা বৃত্তিসংস্কারকে
অর্থাৎ ,প্রবৃত্তিপরবশতাকে
হেলায় অবহেলী বা অতিক্রম ক'রে
মানুষ যখন প্রেষ্ঠপরিপোষণের স্বার্থে
স্বার্থবিবেচনা আপ্রাণ হ'য়ে
তৃপ্তি লাভ করে -
ঐ সেখানেই হ'চ্ছে
ভলবাসার নিছক রূপ । ২ ।।
🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃
শ্রেষ্ঠের প্রতি নতি ও সম্বর্দ্ধনা
পরাঙ্খুখ হইলে ---
কোন-না -কোন প্রকারে
তোমা হ'তে শ্রেষ্ঠ যিনি
যদি তাঁহাকে নতি ও সম্বর্দ্ধনা দেখাইয়া
তদনুপাতিক ইষ্টপ্রাণ সেবায়
বহন ও উদ্বুদ্ধ করিতে
পরাঙ্খুখ হও,
নিশ্চয় জানিও ---
তোমার বধির দুর্ব্বলতা
তোমাকে নিকৃষ্ট আসনে
সমাসীন করিবেই করিবে । ৩।।
সঞ্চয় ও সেবা
সঞ্চয় করিও,
কিন্তু সেবার জন্য।
তোমার সঞ্চয় যদি
সেবাকেই পূজা না করিল,
নিশ্চয় জানিও –
উহা
যাহা বর্দ্ধনকে ক্ষুন্ন করে
তাহারই জন্য !
সেবাহীন শুশ্রূষায়
সেবা যেখানে স্বাস্থ্য, আনন্দ
ও উন্নতি আনিতে পারে না,
অথচ পরিশ্রম, উৎকণ্ঠা ও আকুলতা
সমস্তই ব্যর্থতায় নিঃশেষ হইয়া যায়-
নিসচয় জানিও
সে সেবা আহাম্মকী সেবা !
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
Path-chalar sathi- pather kori
Comments